MMonir Trainer 2 years ago |
১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।
২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।
৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।
৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।
৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।
৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।
৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।
৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।
১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।
১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।
Alert message goes here